Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, ৩ জনের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৯

বরিশাল: আড়িয়াল খাঁ নদে চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় ৩ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটা পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ আছেন।

এ খবর নি‌শ্চিত করেছেন ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম।

প্রত্যক্ষদর্শ‌ী ও দুর্ঘটনাকবলিতদের বরাত দিয়ে তি‌নি জানান, মঙ্গলবার দিবাগত রা‌ত দেড়ট‌ার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, ট্রলারে করে মুসল্লিরা চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিলেন। মাহফিল ময়দানের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। কিন্তু কতজন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এএম

টপ নিউজ ট্রলারডুবি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর