দুপুরে বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৯
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৯
ঢাকা: নোবেল করেনাভাইরাস থেকে সুরক্ষায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেসইউং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য জানান।
তিনি জানান, দুপুর দুইটা ৩০ মিনিটে মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউটে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করবেন খালেদা জিয়া।
এর আগে গত বছর একই ইনস্টিটিউটে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে বাসায় বসে ভ্যাকসিন গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। উপায়ন্ত না দেখে হাসপাতালে গিয়েই ভ্যাকসিন নেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এজেড/এএম