দুদকের শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি, হাইকোর্টে ১০ আইনজীবীর রিট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৯
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।
রিটকারী ১০ আইনজীবী হলেন— মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বনিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
রিটে দুদকের চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আমরা আলোচিত এই ঘটনায় চাকরিচ্যুত শরীফ উদ্দীন এবং দুদকের পাল্টাপাল্টি যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তার তদন্ত চেয়েছি।
এ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনে একটি কমিটি গঠন এবং এ ঘটনায় সংশ্লিষ্ট নথি তলব করে বিষয়টি পর্যালোচনারও আবেদন জানানো হয়েছে।
চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা এবং চাকরি নিয়ে হাইকোর্টকে ১০ আইনজীবী যে চিঠি দিয়েছিলেন সেটির ওপর গতকাল (২২ ফেব্রুয়ারি) শুনানি না নিয়ে রিট করতে বলেছিলন উচ্চ আদালত। এরপর আজ এই রিট দায়ের করেন ১০ আইনজীবী।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি শরীফের উদ্দিনের জীবনের নিরাপত্তার বিষয়ে ১০ আইনজীবী হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে শরীফ উদ্দীনের জীবনের নিরাপত্তা বিধান ও চাকরিচ্যুতির ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
সারাবাংলা/কেআইএফ/এনএস