Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:০০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ১১নম্বর বাংলা স্কুলের সামনে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে জাহিদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় কামরান (২৩) নামে আরেক যুবক আহত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন। আর আহত কামরুল জরুরি বিভাগে চিকিৎধীন আছেন।

বিজ্ঞাপন

নিহত জাহিদের বন্ধু হাসান জানায়, তাদের বাসা মিরপুর ১১নম্বর সেকশন এলাকায়। জিহাদ ১১নম্বর সেকশনের একটি বাজারে মাছ বিক্রি করত। তার বাবার নাম হানিফ মিয়া।

হাসান আরও জানায়, জিহদসহ তারা চার বন্ধু বাংলা স্কুলের সামনে আড্ডা দিচ্ছিল। এ সময় একই এলাকার মিঠুন, জসিম রাজাসহ কয়েকজন তাদের উপড় ধারাল অস্ত্র দিয়ে হামলা করে। ধারাল অস্ত্রের আঘাতে জিহাদ ও কামরান আহত হয়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় জিহাদ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে জাহিদ নামের এক যুবক মারা গেছেন। কামরান নামের আরেক যুবক আহত।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, মিরপুর ১১নম্বর সেকশনে দুই গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এ ঘটনায় হাসপাতালে একজন মারা গেছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএসআর/এনএস

ছুরিকাঘাতে নিহত ১ মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর