Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পে-রোল সল্যুশন নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে বিকাশ

সারাবাংলা ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৬

ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বেতন-ভাতা বিতরণসহ বিকাশের বিভিন্ন সেবা নিয়ে চট্টগ্রামের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ‘মিট ইন্ড্রাস্ট্রি লিডার্স’ শীর্ষক মতবিনিময় সভা করেছে বিকাশ।

বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশনের মাধ্যমে বেতন-ভাতা সহজেই পৌঁছে দিয়ে শ্রমিকদের জন্য একটি টেকসই ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম তৈরি নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী উদ্যোক্তারা। বিকাশের মাধ্যমে ব্যাংক থেকে ডিজিটাল ন্যানো লোন, সেভিংস, স্বাস্থ্য বিমা সেবার কার্যকারিতা নিয়েও আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বন্দর নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভায় ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, পিএইচপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আক্তার পারভেজ, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেডের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ, ক্লিফটন গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এম মহিউদ্দিন চৌধুরী, নাহার অ্যাগ্রো গ্রুপের জেনারেল ম্যানেজার ড. মো. আবদুল হাই, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং বিকাশের হেড অব পে-রোল বিজনেস এ টি এম মাহবুব আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে ব্যবসায়ীরা বলেন, স্বচ্ছতার সঙ্গে শ্রমিকের হাতে সময়মতো বেতন পৌঁছে যাওয়ায় মালিক-শ্রমিক সম্পর্কও আগের থেকে অনেক জোরদার হয়েছে। পাশাপাশি ডিজিটাল এসব সেবা শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে।

করোনা মহামারির মধ্যে দ্রুত শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন ও ভাতা বিতরণের দায়িত্ব পালন করায় বিকাশকে ধন্যবাদ দেন তারা। ভবিষ্যতে বিকাশ আরও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিদিনের আর্থিক লেনদেনসহ ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

পে-রোল সল্যুশন বিকাশ মতবিনিময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর