বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ
২২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কোতোয়ালি থানার হেমসেন লেইনের মুখে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সেতু বড়ুয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে অপারেশন শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। বাসা হেমসেন লেইনের বড়ুয়া গলিতে।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘কনস্টেবল সেতু পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। হেমসেন লেইনের ভেতর থেকে বেপরোয়া গতিতে উঁচু পথ বেয়ে একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেয়। সেতু দূরে ছিটকে পড়েন। তার দুই পায়ের ওপর দিয়েই গাড়ি চলে যায়। মাথায় গুরুতর আঘাত পান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চালক ও প্রাইভেট কার আটক করেছে বলে তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর