Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোনেস্ক-লুহানস্ক ইস্যুতে রাশিয়ার সিদ্ধান্তকে সমর্থন সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৯:০৬

বাশার আল-আসাদ ও ভ্লাদিমির পুতিন, ছবি: এনডিটিভি

ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার রাশিয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছে সিরিয়া। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে সিরিয়া।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদী যুদ্ধের সময় সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যা করেছিল এখন রাশিয়ার বিরুদ্ধেও ঠিক তাই করেছে।’

পরে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘দামেস্ক ২০২১ সালের ডিসেম্বরের প্রথম দিক থেকেই দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করে আসছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দোনেস্ক ও লুহানস্কের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কাজ করতে প্রস্তুত রয়েছে সিরিয়া।’

এদিকে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা। এ ঘটনার পর ইউরোপের সঙ্গে রাশিয়ার নতুন যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে।

মূলত ২০১৫ সালে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে রাশিয়া। যার ফলে দেশটির গৃহযুদ্ধের মোড় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে ঘুরে যায়। এরপর থেকেই দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইউক্রেন দোনেস্ক-লুহানস্ক রাশিয়া সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর