Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ডাকে পিস্তল: আয়কর কর্মী রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: বৈদেশিক ডাকের চালান থেকে পিস্তল উদ্ধারের মামলায় গ্রেফতার আয়কর বিভাগের কর্মচারী মজুমদার কামরুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার মজুমদার কামরুল হাসান (৪২) আয়কর বিভাগে চট্টগ্রামের কর অঞ্চল-১-এর ১২ নম্বর সার্কেলে উপ-কর কমিশনারের কার্যালয়ে উচ্চমান সহকারী পদে কর্মরত। তার বাসা আগ্রাবাদ সিজিএস কলোনিতে। বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

আরও পড়ুন- বিদেশি ডাকে পিস্তল: আয়কর কর্মচারী গ্রেফতার

সোমবার রাতে নগরীর হালিশহরের আই ব্লক খালপাড় এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতারের পর অস্ত্র মামলার সূত্রে বন্দর থানায় হস্তান্তর করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সল সরওয়ার গ্রেফতার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেছেন।

গত রোববার চট্টগ্রাম কাস্টমস হাউজে গৃহস্থালি ও প্রসাধনী সামগ্রীর একটি বৈদেশিক ডাকের চালানে আসা কার্টন থেকে ইতালিতে তৈরি দু’টি স্বয়ংক্রিয় পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ এবং দু’টি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বল জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বন্দর থানায় চালানের প্রেরক ও প্রাপককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আরেক আসামি রাজীব বড়ুয়ার বাসাও আগ্রাবাদ সিজিএস কলোনিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

বিদেশি ডাকে পিস্তল: মামলায় আসামি প্রেরক-প্রাপক

বিদেশি ডাকে গৃহস্থালি পণ্যের চালানে এলো পিস্তল-কার্তুজ

সারাবাংলা/আরডি/টিআর

আয়কর কর্মকর্তা টপ নিউজ বিদেশি ডাকে পিস্তল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর