অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেল ক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই অটোরিকশায় থাকা আরও চার জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিশু নূরে আলম নোমান (৮) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার যাদবপাটি সরকার পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় আহত সবাই টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে এক জনের নাম-পরিচয় জানা যায়নি। আহত বাকিরা হলেন— মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর মোহাম্মদ বলেন, সকালে মধুমিতা রোডে রেল ক্রসিং পার হওয়ার সময় জয়দেবপুরগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ওই অটোরিকশার ধাক্কা লাগে। এসময় অটোরিকশায় থাকা শিশু নূরে আলম নোমানসহ সব যাত্রী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নূরে আলম মারা যায়।
এসআই নুর মোহাম্মদ বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাটানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/টিআর
অটোরিকশাকে ট্রেনের ধাক্কা ট্রেন দুর্ঘটনা রেল ক্রসিংয়ে ধাক্কা