Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরেন্দ্র মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশন বিতর্ক করতে ইচ্ছুক। দুই দেশের মধ্যকার বিবদমান বিষয়গুলো সমাধানের লক্ষ্যে ইমরান খানের এ আহ্বান। এনডিটিভির খবর।

রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমি টেলিভিশনে নরেন্দ্র মোদির সঙ্গে বিতর্ক করতে চাই। বিতর্কের মাধ্যমে পার্থক্যগুলো সমাধান করা গেলে ভারতীয় উপমহাদেশের শত কোটির বেশি মানুষের জন্য উপকারী হবে।

বিজ্ঞাপন

ইমরান খানের এমন মন্তব্যের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে স্পষ্ট করে বার্তা দিয়েছে যে, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। ভারতের দেওয়া এমন বার্তার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন।

সারাবাংলা/আইই

ইমরান খান টপ নিউজ নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর