Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ হওয়ার ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৯

বরিশাল: নিখোঁজ হওয়ার ৪ দিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি কীর্তনখোলা নদীসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আফসার আলী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আফসার আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে।

স্থানীয়দের ধারণা, শারীরিকভাবে দুর্বল হওয়ায় বৃদ্ধ আফসার আলী কীর্তনখোলা নদীতে ডুবে যান। পরে নদীর স্রোতের টানে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আফসার আলী মরদেহ উদ্ধার হওয়ার পর তা স্বজনরা শনাক্ত করেছেন।

সারাবাংলা/এমও

নিখোঁজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর