Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৭

ঢাকা: রাজধানীর মতিঝিল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ‘শিশু বক্তা’খ্যাত রফিকুল ইসলাম মাদানীসহ দুই জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

মামলার অপর আসামি হলেন- মাহমুদুল ইসলাম মতুর্জা।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেন। এদিন শুনানিকালে মাদানীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা মাহমুদুল ইসলাম মতুর্জাও এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। গত বছরের ৮ এপ্রিল ধানমন্ডির ১৫ নম্বর মিতালী সড়কের বাসিন্দা সৈয়দ আদনান হোসেন রফিকুল মাদানীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

এই মামলায় ২০২১ সালের শেষের দিকে চার্জশিট দাখিল করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে ২০২১ সালের ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করলেও পরে পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এরপর একই বছর ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে রফিকুল মাদানীকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এরপর গাছা থানায় দায়ের করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

আদালত বিচার শুরু রফিকুল মাদানী শিশু বক্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর