‘টিকা না নিলে দোকান কর্মচারীর চাকরি থাকবে না’
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৩
ঢাকা: করোনার টিকা না নিলে কোনো দোকানের কর্মচারীর চাকরি থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে সেই মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পলওয়েল সুপার মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাচতে হবে অন্যাকে বাঁচাতে হবে৷ আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শফিকুল ইসলাম বলেন, টিকা না নেওয়া থাকলে কোনো কর্মচারীকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবেন না। নির্দেশনা অমান্য করে মালিক যদি চাকরিতে রাখেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ যারা টিকা নিতে অনিচ্ছুক, তাদের জন্য এই হুঁশিয়ারি জানান ডিএমপি কমিশনার।
সারাবাংলা/ইউজে/এমও