Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুরকিনা ফাসোর সোনার খনিতে বিস্ফোরণ, ৬০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৫

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোমগোম্বিরো শহরের সোনার খনি সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মেডিকেল সূত্র বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনিক সূত্র বলছে, ডিনামাইটের একটি মজুতে আগুন লাগার পরপরই দুর্ঘটনার সূত্রপাত হয়। ক্রমেই তা বড় আকার ধারণ করে প্রাণহানির কারণ হয়।

হাসপাতালে নেওয়ার আগেই ৫০ জনের মৃত্যু হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে অনেক নারী এবং শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

এর আগে, বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার কারণে শিরোনামে আসলেও এবার দেশটির নাম আসলো সোনার খনিতে বিস্ফোরণের সূত্র ধরে। ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে মেডিকেল সূত্র।

সারাবাংলা/একেএম

বুরকিনা ফাসো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর