ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ কর্মচারী দগ্ধ
২২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৪
ঢাকা: রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ৬ কর্মচারী দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান ক্যাফে আল বারাকা নামে রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) ও বাবুর্চি সবুজ (৩৫)।
প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরাতন খালি গ্যাস সিলিন্ডারটি লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিলো তারা। পুরাতন সিলিন্ডারটির মুখ খুলে সেটির ভিতর থাকা বাকি গ্যাসটুকু বের করে দেওয়া হচ্ছিল। তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা জ্বলন্ত চুলার আগুনের সংস্পর্শে জ্বলে উঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, ৪ জনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে সারোয়ারের ১৬ শতাংশ, ফয়সালের ১ শতাংশ, তামিমের ১ শতাংশ, ও ফরহাদের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থায় গুরুতর নয়। বাকি দু’জনকে স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সারোয়ারকে ভর্তি দেওয়া হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক।
সারাবাংলা/এসএসআর/এমও