Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধের মুখে জ্বালানির বাজারে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫০

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের মুখে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে সরবরাহে সংকট তৈরি হতে পারে এমন সম্ভাবনা থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়া ইউক্রেনের ২ অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই দামের এই বৃদ্ধি লক্ষ্য করা যায়।

বর্তমানে, অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম ৯৮ মার্কিন ডলারে পৌঁছেছে।

এদিকে, সৌদি আরবের পর জ্বালানি তেলের সবচেয়ে রফতানিকারক দেশ রাশিয়া। একইসঙ্গে দেশটি প্রাকৃতিক গ্যাসের শীর্ষ উৎপাদক।

অন্যদিকে, ইউক্রেন সংকটের কারণে পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপের দ্বারপ্রান্তে রয়েছে।

প্রকৃতপক্ষেই পশ্চিমারা রাশিয়ার ওপর অবরোধ আরোপ করলে জ্বালানির বাজার আরও অস্থির হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/একেএম

টপ নিউজ রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর