বাবার শেষকৃত্যে যাওয়ার পথে আহত ষষ্ঠ ভাইটিও না ফেরার দেশে
২২ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩২
চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধক্রিয়া করতে শ্মশানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত রক্তিম সুশীলও মারা গেলেন। এই নিয়ে ওই ঘটনায় ছয় ভাইয়েরই মৃত্যু হলো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন জানান, রক্তিম সুশীল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় একই পরিবারের চার ভাই অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫) চম্পক সুশীলের (৩০) ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অপর সহোদর স্বরণ সুশীলের (২৪)। গুরুতর আহত হন রক্তিম সুশীল এবং তাদের বোন হীরা সুশীল।
এর ১০ দিন আগে, তাদের বাবা ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুরেশচন্দ্র মারা যান। মঙ্গলবার তার মৃত্যু পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে যান সন্তানরা। আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশের বন থেকে বেরিয়ে মালুমঘাটের হাসিনা পাড়া এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তারা। সে সময়ই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
পরে ওই ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল (২২) বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। র্যাব জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করে র্যাব।
সারাবাংলা/এএম