Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবী ট্রাকস্ট্যান্ডে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫১

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী লালমাটিয়া ট্রাকস্ট্যান্ডে ছুরিকাঘাতে রায়হান (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের লালমাটিয়া ট্রাকস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

মৃত রায়হান মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড গ্রামের গাড়ি চালক রাজু মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশন পলাশনগরের ৭৫/২ নম্বর বাসায় ভাড়া থাকতো। এবং মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় একটি গার্মেন্টে কাজ করতো

রায়হানের বাবা রাজু মিয়া জানায়, গতকাল সোমবার বিকালে ফোন পেয়ে বাসা থেকে বের হয় রায়হান। যাওয়ার সময় বলে একটু ঘুরে আসি। রাত সাড়ে ১০টার দিকে রাজুর ফোন থেকে কল আসে। কে বা কারা রাজুকে ছুরিকাঘাত করেছে। তাকে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় পাই। উন্নত চিকিৎসার জন্য রাজুকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাবা রাজু মিয়া আরও জানান, এলাকায় কারও সঙ্গে শত্রুতা ছিল না রায়হানের। মিরপুর ১৩ নম্বরে একটি গার্মেন্টে কাজ করতো সে। একবছর আগে রিংকি নামে এক মেয়েকে বিয়ে করে। কে বা কারা রাজুকে ছুরি মেরেছে, তা বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির বুকে, পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নিহতের বাবা অভিযোগ করেছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার ছেলে মারা গেছে। কিন্তু আমরা ভিডিও ফুটেজ দেখেছি। সেই ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশ হতে পারে। সেখানে দেখা যায় একজন যুবক ছুরি নিয়ে এসে রায়হানের পেটে আঘাত করে চলে যায়। নিহতের মানিব্যাগ ও মোবাইল সব কিছুই পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সারাবাংলা/এসএসআর/এমও

ট্রাকস্ট্যান্ড পল্লবী যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর