Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারে বিহারি পুনর্বাসন সংসদের শ্রদ্ধা, ১৮ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩১

ঢাকা: বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাখার আহ্বানসহ মোট ১৮ দফা দাবি নিয়ে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ)।

সংগঠনের নেতারা জানান, প্রতিবছরই তারা ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে আসেন। বাংলাদেশি বিহারি এই জনগোষ্ঠীর সদস্যরা বাংলা ও উর্দু উভয় ভাষাতেই কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের ১৩টি জেলায় ৭৬টি বিহারি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করা উর্দুভাষি বিহারি জনগোষ্ঠির পুনর্বাসনের জন্য ২০০৬ সালে ৭ দফা দাবি উপস্থাপন করেন তারা। দেশবাসীর স্বদিচ্ছায় তারা ভোটাধিকার পেলেও সরকারের টালবাহানা ও কিছু সংখ্যক রিলিফলোভী চক্র তাদের ‘আটকে পড়া পাকিস্তানি’ নামে প্রচারণা চালিয়ে ক্যাম্পবাসীদের জীবন দুর্দশাগ্রস্ত করে রেখেছে বলে অভিযোগ তাদের।

শিক্ষা ক্ষেত্রে পুরোপুরি পিছিয়ে পড়া বিহারিদের জীবনমান উন্নয়নে তারা নিয়মিত সরকারের কাছে স্মারকলিপি দিয়ে এলেও তাদের অবস্থার পরিবর্তন হয়নি বলেও অভিযোগ করেন এই ক্যাম্পবাসী বিহারিদের এই প্রতিনিধিরা।

১৮ দফা দাবির মধ্যে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণের স্বার্থে ভাষা সৈনিকদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন, মর্যাদা, কূটনৈতিক পাসপোর্ট, মাসিক ভাতা দেওয়া, ইত্যাদি দাবি জানান।

এছাড়াও বাংলাদেশ থেকে উর্দুসহ অন্যান্য ভাষা হারিয়ে যাওয়া বন্ধে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। রেডিও, টিভি ও দেশের সকল প্রচার মাধ্যমে বাংলাদেশের বিহারি উর্দুভাষীদের সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতা প্রচার করা ও বিহারী উর্দুভাষী ভাষা সৈনিক ড. সৈয়দ ইউসুফ হাসানকে একুশে পদক দেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/এমও

বিহারী পুনর্বাসন শহিদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর