Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের চৌগাছায় ইউপি সদস্য কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫২

যশোর: চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ইউপি মেম্বার ঠাণ্ডু বিশ্বাসকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার।

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে মেম্বার ঠাণ্ডু বিশ্বাসকে অজ্ঞাতনামা কয়েকজন পাতিবিলা বাজারে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার বাম পাশের ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ।

সারাবাংলা/এএম

কুপিয়ে হত্যা যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর