বিদেশি ডাকে পিস্তল: মামলায় আসামি প্রেরক-প্রাপক
২১ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কাস্টমস হাউজে বৈদেশিক ডাকের চালান থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। কাস্টমস আইন, বিশেষ ক্ষমতা আইন এবং অস্ত্র আইনের ধারায় দু’জনকে আসামি করে এ মামলা দায়ের হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।
ইতালি থেকে পাঠানো চালানটির প্রেরকের জায়গায় রাজীব বড়ুয়া এবং প্রাপকের স্থলে কামরুল হাসানের নাম লেখা আছে। প্রাপকের ঠিকানা হিসেবে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনির এফ-সেভেন/এ-৮ উল্লেখ আছে।
মামলায় রাজীব বড়ুয়া এবং কামরুল হাসান- এ দু’জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।
পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে, কামরুল হাসান চট্টগ্রাম কর অঞ্চল-১ এর তৃতীয় শ্রেণির পদে কর্মরত আছেন। তিনি আগ্রাবাদ সিজিএস কলোনি সমিতির সাংগঠনিক সম্পাদক। রাজীব বড়ুয়ার বাসাও সিজিএস কলোনিতে।
জানতে চাইলে ওসি জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘কামরুল এবং রাজীবের বিষয়ে কিছু তথ্য পেয়েছি। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।’
রোববার (২০ ফেব্রুয়ারি) গৃহস্থালী ও প্রসাধনী সামগ্রীর একটি বৈদেশিক ডাকের চালানে আসা কার্টন থেকে ইতালিতে তৈরি দু’টি স্বয়ংক্রিয় পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ এবং দু’টি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বল জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
সারাবাংলা/আরডি/পিটিএম