Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বইমেলা থেকে ২ যুবক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ২০:০২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে একুশের বইমেলা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলা থেকে কোতোয়ালী থানা পুলিশ একজনকে এবং কাউন্টার টেরোরিজম ইউনিট আরেকজনকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার মুজাহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ’২০-২২ বছর বয়সী এক যুবককে আমরা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। ওই যুবক হাটহাজারীর একটি মাদরাসার ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে সন্দেহজনক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোনো অভিযোগ বা তথ্যপ্রমাণ পেলে পরে জানানো হবে।’

এদিকে বইমেলা থেকে আরেকজনকে আটকের বিষয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা সারাবাংলাকে জানিয়েছেন, ২৩-২৪ বছর বয়সী এক যুবককে বইমেলা থেকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিটের কার্যালয়ে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গনে একুশের বইমেলা রোববার থেকে শুরু হয়েছে। বইমেলা ‍শুরুর আগ থেকে মহলবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল, বইমেলায় ইসলামী বই বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তবে বইমেলা উদ্বোধনের পর এ বিষয়ে জবাব দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

তিনি জানিয়েছেন, বইমেলায় ইসলামি বই বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মৌলবাদি বই এবং জঙ্গিবাদকে উৎসাহিত করে এমন কোনো বই মেলায় বিক্রি করা যাবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

আটক চট্টগ্রাম বইমেলা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর