Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরানো হলো লাশ, উঠে গেল অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৯

সুনামগঞ্জ: শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে রাস্তায় মধ্যে নিহত উজির মিয়ার লাশ রেখে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন এলাকাবাসী।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে পাগলা বাজারে শুরু হওয়ায় অবরোধ বিকেল ৫টায় পুলিশের আশ্বাসে তুলে নেওয়া হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত হোক না কেন তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশি মারধরে মৃত্যুর অভিযোগ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

উল্লেখ্য, গত ১০ থেকে ১২ দিন আগে একই উপজেলার দরগাপাশা এলাকা থেকে একটি গরু চুরি হয়। চুরির অভিযোগে পাগলা এলাকার শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ, এসআই প্লাটন কুমার সিংহ, আক্তারুজাম্মান তাকে নিজ বাসা থেকে সন্দেহমূলক আটক করে নিয়ে যায়। থানায় এনে তাকে মারধর করে এবং পরের দিন বুধবার (১০ফেব্রুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরে গুরুতর আহত উজির মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত রাতে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

অবরোধ গরু চুরির মামলা টপ নিউজ পুলিশি মারধর পুলিশের আশ্বাস বিক্ষোভ সড়ক অবরোধ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর