Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু ও সংক্রমণের পাশাপাশি কমেছে শনাক্তের হারও

সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৫

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। পাশাপাশি কমেছে সংক্রমণ এবং নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ৯ জন। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫১ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৫৯টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯৬৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৮৫ হাজার ৯১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৩ লাখ ৫১ হাজার ৮৩৭টি।

সংক্রমণ ও শনাক্তের হার কমেছে

আগের দিন দেশে ১ হাজার ৯৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১ হাজার ৯৫১ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

বিজ্ঞাপন

নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতেও সংক্রমণ শনাক্তের হারও কমেছে। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৯ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন। সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান ২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯৭৪ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত এই নয় জনের মধ্যে পাঁচ জন পুরুষ, বাকি চার জন নারী। তাদের আট জন সরকারি ও এক জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

মৃত্যু শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম বিভাগে করোনায় সংক্রমণ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে। দেশের বাকি ছয় বিভাগ কেউ মারা যায়নি। নয় জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিন জন এবং চট্টগ্রাম বিভাগে ছয় জনের মৃত্যু হয়েছে।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে সর্বোচ্চ তিন জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, দ্বিতীয় সর্বোচ্চ দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া শূন্য থেকে ১০, ২১ থেকে ৩০, ৭১ থেকে ৮০ বছর এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী এক জন করে মারা গেছেন।

সারাবাংলা/পিটিএম

করোনা আপডেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর