Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকুন্দিয়া উপজেলা আ.লীগের কমিটি থেকে ১০ জনের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৪

কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে ১০ জন পদত্যাগ করেছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন সদস্যরা।

তারা জানান, উপজেলা কমিটির আহ্বায়ক সোহরাব উদ্দিন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করায় এবং কমিটিতে বিএনপি, জামাত ও সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত করায় আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্র জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেন বলেও জানান তারা।

বিজ্ঞাপন

এসময় পদত্যাগ করা সদস্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদসহ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

আ.লীগের কমিটি পদত্যাগ পাকুন্দিয়া উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর