Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা পৌর এলাকায় ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২২

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার রামনগর ও পরানপুরের পৃথক দু’টি ভুট্টা ক্ষেত থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক পৃথক স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, পৃথক স্থানে দু’টি লাশ পড়ে থাকার খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (সদর সার্কেল) ও তার নেতৃত্বে দর্শনা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

এদিন বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে সড়াবাড়ীয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে শওকত আলী ওরফে শফোর (৬৭) লাশ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের খালি বোতল পাওয়া যায়।

অপরদিকে, দর্শনা পৌর এলাকার পরানপুরের মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে বেলা সোয়া ১২টার দিকে হাফিজুর রহমান জোয়ার্দ্দারের (৫৬) মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় সামান্য ক্ষত দেখা গেছে।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। এ ব্যাপারে দর্শনা থানায় দু’টি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

দর্শনা পৌর এলাকা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর