Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে অনুমতি ছাড়াই সড়কের পাশের ৩০ গাছ কেটে বিক্রি

লোকাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৫

সাভার: আশুলিয়ায় অনুমতি ছাড়াই সড়কের পাশ থেকে ছোট-বড় ফলদ-বনজসহ ৩০টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় মীর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা চৌরাস্তা এলাকায় অবৈধভাবে এ গাছ কাটার অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নোয়াদ্দা চৌরাস্তা এলাকায় সরকারি সড়কের গাছ কেটে করে বিক্রি করেছেন মীর আলী নামের এক ব্যক্তি। শনিবার রাতে তিনি বিক্রি করা গাছ কেটে সরিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত মীর আলী বলেন, ‘গাছের জন্য আমার ধান ক্ষেতের সমস্যা হয়। এজন্য আমি গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছি।’

সড়কের পাশে সরকারি গাছ কাটা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি চেয়ারম্যানকে জানাইছি। তিনি বলছেন, যে কয়টা গাছ কাটছেন, সেই কয়টা গাছ লাগাবেন।’

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ান বলেন, ‘সড়কের পাশে সরকারি গাছ কাটার ঘটনা আমি শুনেছি। যে গাছ কেটেছে সে একবার ফোন দিয়েছে আবার আমার কাছে একবার আসছিলো। আমি তাকে বলে দিয়েছি, এটা আইনের ব্যাপার। সে বাঁচার জন্য হয়তো আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

উল্লেখ্য, বন বিভাগের বিধিমালায় বলা আছে ব্যক্তি মালিকানাধীন বা সরকারি জমি থেকে গাছ কাটার আগে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় বন কর্মকর্তার কাছে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। এরপর তদন্ত করে গাছ কাটার যৌক্তিকতা পাওয়া গেলে গাছের দরদাম নির্ধারণ ও পরবর্তী সময়ে আরও গাছ লাগানোর শর্তে গাছ কাটার অনুমতি দেওয়া হয়। এ প্রক্রিয়া বন বিভাগের মাধ্যমে করার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গাছ কেটে বিক্রি গাছ বিক্রি সাভার

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর