‘পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে’
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৩
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘ভাষা শহিদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে, তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটিপাড়া এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ৫২‘র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।’
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।’
এসময় তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, মাহাবুবুর রহমান জাকারিয়া, বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, আক্তার হোসেন মোল্লা, লায়লা পারভীন, মাহফুজা আক্তার ও জোসনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও