Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঙালি দম্পতি সেজে ইয়াবা পাচারে নেমে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৫

এহসান উল্ল্যাহ ও হালিমা বেগম, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বাঙালি দম্পতি সেজে ইয়াবা পাচারের অভিযোগে মায়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দুই হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার দু’জন হল- এহসান উল্ল্যাহ (২৫) ও হালিমা বেগম (১৯)। তারা মায়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতপালংয়ে আশ্রয় নিয়েছিলেন।

মহেশখালী থেকে ইয়াবা নিয়ে বাঁশখালী দিয়ে চট্টগ্রামে আসার পথে আনোয়ারায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বাসে তাদের আসনের নিচে জ্যামিতি বক্সের ভেতরে রাখা ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাঙালি স্বামী-স্ত্রী সেজে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারে যুক্ত বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনএস

ইয়াবা পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর