একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণ ঢাকা দক্ষিণ সিটির
২১ ফেব্রুয়ারি ২০২২ ০২:২৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৭
ঢাকা: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জাানোর মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে এই সিটি করপোরেশন।
দক্ষিণ সিটির প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, রাত ১২টা ১ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ডিএসসিসি অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ভাষা শহিদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহিদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর