Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা প্রত্যাবাসনে জর্ডানের সহযোগিতা চায় বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৬

ঢাকা: মিয়ানমার সরকারের নীপিড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে জর্ডান সরকারের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। জর্ডান সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ের সঙ্গে অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী আম্মানে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘণ্টাব‍্যাপী সাক্ষাতে জর্ডানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভিসা পাওয়া এবং নবায়ন সহজীকরণ এবং এরই মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বাড়ানো ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকায় জর্ডানের দূতাবাস স্থাপনের জন্য জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়েকে অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জবাবে জর্ডানের মন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে জর্ডানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বলে জানিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক দ্রুত অগ্রগতির প্রশংসা করেন জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রী।

জর্ডান ও বাংলাদেশে পারস্পরিক ব‍্যবসা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আরও সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের দুই দেশ ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই স্বরাষ্ট্রমন্ত্রী। এসব বিষয় নিয়ে দুই দেশ একযোগে কাজ করবে বলে জানান জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে মাযেন ফারায়ে সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ‍্য বিনিময়সহ দুই দেশের মাদক সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে দুই মন্ত্রী একমত হন।

বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আসাদুজ্জামান ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর

আসাদুজ্জামান খাঁন কামাল জর্ডান সফর টপ নিউজ রোহিঙ্গা প্রত্যাবাসন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর