Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারী কর্মচারীদের সেবক হিসেবে গড়ে তুলতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২২

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন [ফাইল ছবি]

ঢাকা: সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মচারীদের দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতাই একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার প্রকৃত মাপকাঠি। এজন্য তাদের দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া কোনো করুণা নয়। এটি পবিত্র ও সাংবিধানিক দায়িত্ব। সরকারের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ে সরকারি কর্মচারীদের কথায় ও কাজে। তাই জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করার জন্য সরকারি কর্মচারীদের দক্ষ ও যোগ্যভাবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সেবামুখী, জনবান্ধব, সৎ ও দেশপ্রেমিক সিভিল সার্ভিস দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবর্তিত সময়ে সিভিল সার্ভিসের সদস্যদের আরও দক্ষ, গতিশীল ও সেবাধর্মী  হতে হবে। তিনি এ সময় সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর