শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার
শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৮
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৮
দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে এই বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
রেজিস্ট্রার বলেন, গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয় শাবিপ্রবিতে। আগের দিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়।
সারাবাংলা/টিআর