Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিল বিসিআইসি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৮

ঢাকা: মতিঝিলে বিসিআইসি ভবনে মহিলা বিষয়ক অধিদফতরের শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় তিনি বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র সেবা নিশ্চিত করা গেলে কর্মজীবী মায়েরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। এর ফলে শিক্ষিত ও দক্ষ নারীরা কর্মস্থলে প্রবেশ করতেও উৎসাহ পাবেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিসিআইসি ভবনে এই শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী ইন্দিরা শিশুদের সঙ্গে কেক কেটে কেন্দ্রটি উদ্বোধনের পর ঘুরে দেখেন। এসময় তিনি কর্মজীবী মা ও শিশুদের সঙ্গে কথা বলেন। কর্মজীবী মায়েরা মতিঝিলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

মহিলা বিষয়ক অধিদফতরের ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মতিঝিলের বিসিআইসি ভবন-২-এ এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ৩ হাজার ৯শ বর্গফুট আয়তনের এ শিশু দিবাযত্ন কেন্দ্রে ৬০টি শিশুকে সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাখার সুবিধা রয়েছে। কেন্দ্রে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, সকাল-বিকেলের নাস্তা ও দুপুরের খাবার দেওয়া হবে। শিশু দিবাযত্ন কেন্দ্রটিতে রয়েছে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুবিধা।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি সংবিধানে শিশুর অধিকার নিশ্চিত করেন এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। শিশুরা যেন সৃজনশীল, মননশীল ও সুনাগরিক হিসবে গড়ে ওঠে, সে লক্ষ্যে জাতির পিতা শিশুবান্ধব অনেক পদক্ষেপ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারীবান্ধব উন্নয়ন ও নীতি কৌশল বাস্তবায়নের ফলে গত একযুগে সরকারি ও বেসরকারি আত্মকর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে নারীর অংশগ্রহণ বেড়েছে। এসব কর্মজীবী নারীদের সন্তানদের সুরক্ষা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এ মন্ত্রণালয় বর্তমানে ১১৯টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তার, পরিচালক মনোয়ারা ইশরাত ও প্রকল্প পরিচালক শবনম মোস্তারীসহ মন্ত্রণালয়, দফতর ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সারাবাংলা/জেআর/টিআর

ডে কেয়ার সেন্টার ফজিলাতুন নেসা ইন্দিরা বিসিআইসি ভবন শিশু দিবাযত্ন কেন্দ্র