দুদক কর্মকর্তার অপসারণের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন
২০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪১
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। অপসারিত শরীফ উদ্দীন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে শিক্ষার্থীরা সমবেত হন। এসময় তারা দুদক কর্মকর্তাকে অপসারনের নিন্দা জানিয়ে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীফ উদ্দীন একজন সৎ ও কর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া গুরুতর অনিয়ম। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি তারা শরীফ উদ্দীনকে চাকরিতে পুনর্বহালে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে এনএফএস অনুষদের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, যেখানে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সেখানে একটি অসৎ পক্ষ একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে বেআাইনিভাবে অপসারণ করেছে। আমরা পবিপ্রবি পরিবার এর তীব্র নিন্দা জানাচ্ছি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রেজওয়ানা হিমেল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর অযৌক্তিক অপসারণের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা একত্রিত হয়েছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে শরীফ উদ্দীনকে স্বপদে বহাল চাই।
মানবন্ধনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।
সারাবাংলা/টিআর
দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিপ্রবি