Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশপ্রেমের ঘাটতির কারণেই ব্যবসায়ী সিন্ডিকেট: নাছির

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:২০

চট্টগ্রাম ব্যুরো: দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি দেখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা হয়েছে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ভাষা আন্দোলনের যে চেতনাগত বিষয় সেটা আমরা অর্জন করতে পারিনি। যদি পারতাম, তাহলে আজ বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর জন্য ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি হতো না। সামগ্রিকভাবে দেশপ্রেমের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ না হলে সব অর্জন ব্যর্থ হবে।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘অপশক্তি নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বসভায় কলঙ্কিত করছে। এরা জাতীয় বেঈমান, এদের কোনো ক্ষমা নেই।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর