Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পার্টি বিষয়ে চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে মহাসচিব কথা বলবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৩

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে পার্টি চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে মহাসচিব কথা বলবেন। এছাড়া কেউ নীতি নির্ধারণী বিষয়ে কথা বললে তা পার্টি শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। জাতীয় পার্টি কারও লেজুরবৃত্তি করে না। নির্বাচনে কোন দলের সঙ্গে জোট হবে তাও নিশ্চিত নয়। তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের আগেই পার্টিকে সুসংহত করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি গণমানুষের কথা বলতেই রাজনীতি করছে। আমরা দেশ ও মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখছি।’

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে জনগণের প্রতি সরকারের কোন দরদ নেই। তাই অযৌক্তিকভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। ওয়াসার পানির দামও বাড়াতে চাচ্ছে। ফলে পণ্যের পরিবহন ব্যয় বেড়ে গেছে। তাই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বাড়ছে প্রতিদিন। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দেশের মানুষ এমন বাস্তবতা থেকে মুক্তি পেতে চায়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি।’

বিজ্ঞাপন

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লীবন্ধুর রাজনীতি ছড়িয়ে দেব। নির্বাচনের আগেই শক্তিশালী জাতীয় পার্টি দেখবে দেশের মানুষ। আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের ভবিষ্যত নির্মাণ করবে জাতীয় পার্টি।’

সভায় প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ সাংগঠনিক অগ্রগতি তুলে পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন। এসময় দলের কর্মসূচি এগিয়ে নিতেও নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঞা প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

চেয়ারম্যান জাতীয় পার্টি মহাসচিব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর