Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৪

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির ইসলাম খান হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির (২১) নামে এক যুবককে কাটা রাইফেল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পুরান বগুড়া এলাকার তাসিন ছাত্রাবাসে অভিযান চালিয়ে মুক্তাদিরকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে সিলিংয়ের ওপরে বিশেষ ভাবে রাখা একটি কাটা রাইফেলসহ ২টি চাকু ও পাইপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মুক্তাদির বগুড়া শাহসুলতান করেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্ল্যাহ জানান, গত বছরের ১১ মার্চ ছাত্রলীগ নেতা তাকবির ইসলাম খানের ওপর হামলা হয়। আহত অবস্থায় ওই বছরের ১৬ মার্চ সে মারা যায়। এই মামলায় ইতোমধ্যে আযিযুল হক শাখা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ জেলহাজতে রয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। এই মামলায় গ্রেফতারকৃত অপর আসামি আল আমিনের দেওয়া তথ্যে মুক্তাদিরের নাম পাওয়া যায়, সে আত্মগোপনে ছিলো।

অস্ত্র উদ্ধারের বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

অস্ত্র ছাত্রলীগ নেতা হত্যা বগুড়া যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর