Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৮

নোয়াখালী: চাটখিল উপজেলার পাল্লা বাজারে চাকরির প্রলোভন দেখিয়ে কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের (৩৮) বিরুদ্ধে। এসময় ভিকটিমের ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করা হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাল্লা বাজারে ফুয়াদ আল মতিনের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন এক সিএনজি চালক।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবলীগ নেতা চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের অধ্যাপক মতিনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, পরিবারের সঙ্গে তিনি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। তার দুই বছরের এক সন্তান রয়েছে। এক বছর আগে পূর্ব পরিচয়ের থাকায় ফুয়াদের কাছে একটি চাকরির কথা বলেন গৃহবধূ। পরবর্তীতে গৃহবধূর কাছ থেকে একটি জীবন বৃত্তান্ত জমা নেন ফুয়াদ এবং আজ সকাল ১০টায় তার পাল্লা বাজার কার্যালয়ে আসতে বলে। তার কথামত তিনি সিএনজিযোগে পাল্লা বাজার ফুয়াদের কার্যালয়ে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘ফুয়াদ একটি ইন্স্যুরেন্সে চাকরি করেন এবং ওই ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট সেকশনে তাকে চাকরি দেবে বলে জানায়। কিছুক্ষণ পর তাকে নাস্তা দেওয়া হয়। পরে কোমল পানীয় দেওয়া হয়। তাতে নেশাজাতীয় দ্রব্য মিশানো ছিলো। তা পান করার পর তার শরীর নিস্তেজ হতে থাকে। একপর্যায়ে তাকে ধর্ষণ করে ফুয়াদ আল মতিন। এসময় তার এক সহযোগী মোবাইলে ভিডিও ধারন করে এবং কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে তারা তাকে একটি অটোরিকশায় তুলে দিলে রিকশা চালক তাকে চাটখিল ও পাল্লা বাজারের মাঝামাঝি জায়গায় নামিয়ে দেয়।’ সেখান থেকে এক সিএনজি চালকের সহযোগিতায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান।

বিজ্ঞাপন

উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানিনা। শারীরিক অসুস্থতা নিয়ে আমি গত এক সপ্তাহ ঢাকায় অবস্থান করছি।’ তবে গত দেড় বছর আগে ওই কমিটি বিলুপ্ত হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, থানার এক পুলিশ অফিসারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমের কাছে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

গৃহবধূকে ধর্ষণ চাটখিল ভিডিও ধারণ যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর