Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালিকা নেমে এসেছে ১২/১৩ জনে, ফের বৈঠক মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৪

ঢাকা: এর আগের ২০ জনের নামের তালিকা থেকে এখনো ১০ জনের নাম চূড়ান্ত করতে পারেনি সার্চ কমিটি। ওই তালিকা থেকে ১২/১৩ জনের নাম বাছাই করা হয়েছে। সার্চ কমিটিকে দেওয়া ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের আগেই এই তালিকা চূড়ান্ত করা হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফের বৈঠকে বসবে সার্চ কমিটি। ওই বৈঠক থেকেও ১০ জনের নাম চূড়ান্ত করা হতে পারে। তবে সার্চ কমিটির চূড়ান্ত করা নামের তালিকা প্রকাশ করা হবে না।

এদিন বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ষষ্ঠ বৈঠকে বসে সার্চ কমিটি। পরে কমিটির বাকি সদস্যদের উপস্থিতিতে সাংবাদিকদের ব্রিফ করেন বিচারপতি ওবায়দুল হাসান। এসময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সার্চ কমিটির আজকের (রোববার) বৈঠকে আমরা ২০ জনের নামের তালিকা নিয়ে আলোচনা করেছি। আলোচনায় ১২/১৩ জনের নাম আমরা চূড়ান্ত করেছি। এখান থেকেই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সার্চ কমিটি আবার বৈঠকে বসবে। সেদিন আমরা ১০ জনের তালিকা চূড়ান্ত করতে পারি। আর আমাদের ২৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। এর মধ্যেই আমরা আমাদের কাজ শেষ করব।

সার্চ কমিটিতে চূড়ান্ত করা নামের তালিকা প্রকাশ করা হবে না জানিয়ে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমাদের চূড়ান্ত করা নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এই তালিকা প্রকাশ করা বা না করার এখতিয়ার সম্পূর্ণ তার। আমরা চার জন (বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সিএজি মুসলিম চৌধুরী এবং পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন) রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ নিয়েছি। এই শপথ আমরা ভঙ্গ করতে পারি না।

বিজ্ঞাপন

সার্চ কমিটির কাছে জমা হওয়া ৩২২ জনের তালিকা থেকেই ১০ জনকে বাছাই করা হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল বলেন, ওই তালিকার বাইরে থেকেও যে কেউ ১০ জনের তালিকায় আসতে পারেন।

এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সার্চ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সার্চ কমিটির মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফীন সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের একটি তালিকা করেছে। আগামীতে আরও দুয়েকটি বৈঠক করে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠাবে।

এর আগে ১২ ফেব্রুয়ারি দুই দফায় বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। পরদিন ১৩ ফেব্রুয়ারি বিকেলেও সার্চ কমিটি বৈঠক করে বিশিষ্টজনদের সঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও পেশাজীবী এবং ব্যক্তিগত পর্যায় থেকে সার্চ কমিটির কাছে জমা হয় ৩২২ জনের নামের তালিকা। গত ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামের তালিকা প্রকাশ করা হয়। ১৫ ফেব্রুয়ারি চার সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি পুনরায় বৈঠক করে সার্চ কমিটি।

৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা সুপারিশ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

নির্বাচন কমিশন সার্চ কমিটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর