রানি এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৪
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৪
ব্রিটেনের রানি এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবিসির খবর।
রাজপ্রাসাদের তরফ থেকে জানানো হয়, রানি মৃদু উপসর্গে ভুগছেন। তবে তিনি উইন্ডসর ক্যাসেল থেকে দৈনন্দিন দায়িত্ব চালিয়ে যাবেন।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, রানিকে চিকিৎসা দেওয়া অব্যাহত থাকবে এবং তিনি চিকিৎসকদের সকল নির্দেশনা মেনে চলবেন।
কিছু দিন আগে রানির বড় ছেলে প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ সম্প্রতি তার বড় ছেলের সংস্পর্শে এসেছিলেন।
সারাবাংলা/আইই