Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ জুনের মধ্যে পরিপূর্ণ বাংলায় বার্তা পাঠানোর অনুরোধ জব্বারের

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৮

ঢাকা: গ্রাহকদের মুঠোফোনে ৩০ জুনের মধ্যে পরিপূর্ণ বাংলায় বার্তা (এসএমএস) পাঠাতে মোবাইল অপারেটরদের অনুরোধ জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বিটিআরসি ভবনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর হতে গ্রাহকদের জন্য সবধরনের এসএমএস ও নোটিফিকেশন বাংলায় প্রেরণ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘গ্রাহকদের পাঠানো এসএমএস যদি বিদেশি ভাষায় হয় তবে তা সবাই বুঝতে পারে না। আপনারা যেহেতু গ্রাহকদের সঙ্গে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করছেন তাহলে ভাষাটা নিজের ভাষায় হতে হবে। আমরা এসএমএস বাংলায় রূপান্তরের কাজ করছি। সিস্টেমে কিছু সমস্যা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে বাংলা ভাষা প্রযুক্তির দিক দিয়ে কোনো ভাষার চেয়ে একটুও পিছিয়ে নেই। এমন কোনো ডিজিটাল যন্ত্র নেই যেখানে বাংলা লেখা যায় না। গ্রাহকের কাছে যেতে হলে ভাষাটা বাংলায় হতে হবে। এরই মধ্যে অনেক কাজ এগিয়ে নিয়েছেন। যে কাজটা বাকিটা আছে আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার অনুরোধ রইল।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ করি। সর্বত্র বাংলা ভাষার সঠিক প্রয়োগ করতে হবে। এই কাজটি খুব একটা সহজ ছিল না আমাদের পক্ষে। গ্রামীণফোনের পক্ষে শতকরা ৯২ ভাগ বাংলা করতে পেরেছি। বাংলালিংককে অভিনন্দন জানাই। কারণ তারা ৯৫ ভাগ করতে পেরেছে। এটি আমাদের দায়বদ্ধতা। আমাদের সিস্টেমে অনেক জটিলতা ছিল। কিন্তু করতে পেরেছি।’

বাংলালিংক’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘প্রথম অপারেটর হিসেবে আমাদের মূল এসএমএস নোটিফিকেশনগুলো বাংলায় কার্যকর করতে পারায় আমরা সম্মানিত বোধ করছি। আমরা আগামীকাল থেকে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছি। এছাড়াও গ্রাহকদের জন্য নিজের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকছে। এই ধরনের উদ্যোগ ভাষা শহিদদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধাবোধ আরও গভীরভাবে প্রকাশ করবে এবং সর্বস্তরে বাংলার প্রচার নিশ্চিতে অবদান রাখবে। বাংলালিংক ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এই রকম সহজ সমাধান বাস্তবায়ন করবে।’

বিজ্ঞাপন

এ উদ্যোগের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি দায়বদ্ধতা প্রকাশে টেলিটক ব্যবস্থাপনা পরিচালক শাহব উদ্দিন, রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রিয়াজ রশীদ স্বস্তি প্রকাশ করেন।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, ‘বাংলায় গ্রাহকের কাছে বাংলা খুদে বার্তা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বাংলালিংক। এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ কাজ বাকি আছে এই অপারেটরটির। এর পরেই রয়েছে গ্রাহক সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকা গ্রামীণফোন। অপারেটরটি খুদেবার্তার বাংলাকরণের ৯০ শতাংশ কাজ শেষ করেছে। রাষ্ট্রীয় অপারেটর টেলিটক ৮৫ শতাংশ বাংলা এসএমএস বাস্তবায়নের কাজ সম্পন্ন করেছে। চার অপারেটরের মধ্যে তলানিতে থাকা রবি এই বাস্তবায়নের কাজ শেষ করেছে ৭৮ শতাংশ।’

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বার্তা বাংলা মোস্তাফা জব্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর