Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের শিকার শিশুর আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ এ ফোনে অভিযুক্ত আটক

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৯

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের আটাবো এলাকা থেকে ধর্ষণের অভিযোগে এক মুদি দোকানিকে আটক করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

৯৯৯ এর পুলিশ সুপার আনোয়ার সাত্তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে একজন কলার ফোন করে ৯৯৯ কে জানান, তার ভাতিজি বাড়ির পাশের এক দোকানদার কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। কিন্তু শিশুটি ভয়ে লজ্জায় কাউকে কিছু বলেনি। এরপর শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনার পর এলাকার লোকজন মিলে অভিযুক্ত দোকানদারের দোকান ঘেরাও করে রাখেন।

বিজ্ঞাপন

ফোন পেয়ে ৯৯৯ এর কনস্টেবল জান্নাতুল রূপগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এ এস আই বায়েজীদ ৯৯৯ কে জানান তারা ঘটনাস্থল থেকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত দোকানদার সাইদুর রহমানকে (৪৮) আটক করে থানায় নিয়ে আসেন।

আটক সাইদুর রহমান ভুলতার হাটাবো এলাকার বাসিন্দা। তার বাবা মৃত নুর মিয়া।

ধর্ষণের অভিযোগে ওই মুদি দোকানদারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সারাবাংলা/একে

৯৯৯ টপ নিউজ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর