Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ ফেব্রুয়ারি ক্লাসে ফিরছে জাবি শিক্ষার্থীরা

জাবি করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০০

ফাইল ছবি

জাবি: আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে ওই রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞতিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে (উইকেন্ড প্রোগ্রামসহ) ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পূর্বের ন্যায় সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা চলবে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এর পর সেটা বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

সারাবাংলা/এনএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর