Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে বৃষ্টি, এরপরই দ্রুত বাড়বে তাপমাত্রার পারদ

সিনিয়র নিউজরুম এডিটর
২০ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৩

ঢাকা: পঞ্জিকার পাতা বলছে, শেষ হলো বসন্তের প্রথম সপ্তাহ। এরপরও দেশের উত্তরাঞ্চলে যথেষ্ট পরিমাণেই রয়েছে শীতের প্রকোপ। তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এরমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে, বৃষ্টি ঝরে রঙ বদলাবে আকাশ। পরিষ্কার আকাশের খরতাপ তাপমাত্রার পারদ বাড়াবে দ্রুত।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

শীতের বিদায়, বসন্তের আগমন ও বৃষ্টি-কালবৈশাখীর বিস্তারিত আলোচনায় আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, পঞ্জিকামতে বসন্ত চলে এলেও শীত এখনো বিদায় নেয়নি। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় উনি মনে করেন, মার্চের শুরুতে পুরোপুরি বিদায় নেবে শীত। এর আগে ঝরবে বৃষ্টি।

ফেব্রুয়ারির শেষে বৃষ্টি স্বাভাবিক কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ফেব্রুয়ারির শেষ থেকে জুন পর্যন্ত সময়টা মূলত কালবৈশাখীর। এই সময়ে স্বাভাবিকভাবেই ঝড়-বৃষ্টি হয়ে থাকে। তবে এবার অন্যান্য বারের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আজ আংশিকভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

আবহাওয়া বসন্ত বৃষ্টি বৃষ্টিপাত শীত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর