Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধাপরাধীদের বিচারে কাজী রোজীর ভূমিকা স্মরণীয়: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৮

ফাইল ছবি

ঢাকা: বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান কাজী রোজী। তার মেয়ে সুমী সিকান্দার এ খবর নিশ্চিত করেছেন।

সুমী সিকান্দার জানান, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত কাজী রোজীকে গত ৩০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। তার মস্তিষ্ক কাজ করছিল না। সেইসঙ্গে কিডনিতে ইনফেকশনও ছিল।

তিনি আরও জানান, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার নিজ বাসায় নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুরে দাফন করা হতে পারে।

কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী শহীদুল ইসলাম। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরি থেকে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। পরে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সঙ্গে ২০১৪ সালের ১৯ মার্চ সংসদ সদস্য পদে নির্বাচিত হন।

তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এছাড়াও অনন্যা সাহিত্য পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এএম

কাজী রোজী টপ নিউজ প্রধানমন্ত্রীর শোক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর