Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৭

বরিশাল: বরিশাল-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ২৫ যাত্রী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মোবারককাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘আলহামদুলিল্লাহ’ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন। এবং দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ যাত্রী।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে নারীসহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হচ্ছে।

সারাবাংলা/পিটিএম

নিহত বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর