Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের ব্যবধানে সংক্রমণ নেমেছে অর্ধেকে, কমেছে মৃত্যুও

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০১

চট্টগ্রামে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নিতে মানুষের দীর্ঘ লাইন।। ছবি: শ্যামল নন্দী

ঢাকা: ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত কেটে গেছে ১০২ সপ্তাহ। এর মধ্যে ১০২তম সপ্তাহে দেশে দুই লাখ ২০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করে ২৬ হাজার ৪৭৮টিতে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সপ্তাহে তুলনামূলকভাবে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। অন্যদিকে, এই সপ্তাহে কমেছে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুবরণের সংখ্যাও। ১০১তম সপ্তাহে ২৩১ জন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা গেলেও ১০২তম সপ্তাহে মারা গেছে ১৫৩ জন।

বিজ্ঞাপন

এর আগে, সংক্রমণের ৯৯তম সপ্তাহ অর্থাৎ ২০২২ সালের ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশে ৯৮ হাজার ৯১৯ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। যা এখন পর্যন্ত সাতদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক এবং কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৫০ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়।

১০২তম সপ্তাহে কমেছে নমুনা পরীক্ষা

দেশে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ে ৯৯তম সপ্তাহে অর্থাৎ ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে দেশে তিন লাখ আট হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এই সপ্তাহে এক দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৪৯ হাজার ৪৯২টি। ২৫ জানুয়ারি এই নমুনা পরীক্ষা করা হয়।

তবে ১০০ তম সপ্তাহে নমুনা পরীক্ষার সংখ্যা কমে আসে আগের সপ্তাহের তুলনায়। ৯৯তম সপ্তাহের তুলনা এই সাতদিনে ১১ হাজার ২২টি নমুনা কম পরীক্ষা করা হয়। ১০১তম সপ্তাহে নমুনা পরীক্ষার সংখ্যা আরও কমে আসে। এই সপ্তাহে দেশে দুই লাখ ৭৪ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। ১০২তম সপ্তাহে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা আরও কমে আসে। এই সপ্তাহে দেশে দুই লাখ ২০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়।

১০২তম সপ্তাহে কমেছে সংক্রমণ শনাক্তের সংখ্যা

দেশে নমুনা পরীক্ষা কমে যাওয়ার পাশাপাশি সংক্রমণ শনাক্তের সংখ্যাও কমেছে। ১০১তম সপ্তাহে দেশে ৫১ হাজার ৬৩৯ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। তবে ১০২তম সপ্তাহের সাতদিনে দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৮ জনের মাঝে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক।

বিজ্ঞাপন

১০১তম সপ্তাহে দেশে সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ হলেও ১০২তম সপ্তাহের ১১ দশমিক ৯৮ শতাংশ হারে সংক্রমণ শনাক্ত হয়।

দেশে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের হার ছিল ৯৯তম সপ্তাহে অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময়ে। এই সময়ে দেশে সংক্রমণ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ০৯ শতাংশ। এই সপ্তাহেই দেশে সর্বোচ্চ ৯৮ হাজার ৯১৯ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় বলে জানানো হয়েছে সরকারিভাবে।

১০২তম সপ্তাহে কমেছে মৃত্যুর সংখ্যা

দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের ৮০তম সপ্তাহে অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় ৩০২ জন। এরপর ১৯ সপ্তাহ দেশে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ২১১ ছাড়ায়নি। তবে সংক্রমণ শনাক্তের ১০০তম ও ১০১তম সপ্তাহে দেশে ২৩১ জন করে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায়। ১০১তম সপ্তাহের ৮ ফেব্রুয়ারি দেশে ৪৩ জন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যাওয়ার তথ্য জানানো হয় সরকারিভাবে। যা চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এর আগে, সংক্রমণ শনাক্তের ৯৯তম সপ্তাহে দেশে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা শনাক্ত হলেও ওই সাতদিন দেশে ১২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয় সরকারিভাবে। অর্থাৎ ৯৯তম সপ্তাহের তুলনায় তার পরের দুই সপ্তাহে দেশে ১১১ জন করে বেশি মারা গেছে শেষ সাত দিনে।

১০২ তম সপ্তাহে দেশে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন ১৫৩ জন। যা আগের সপ্তাহের তুলনায় কম। তবে কম সংক্রমণ শনাক্তের কারণে এই সপ্তাহের মৃত্যুহার আগের চাইতে বেশি দেখা গেছে। ১০১তম সপ্তাহে মৃত্যু হার শূন্য দশমিক ৪৫ শতাংশ এবং ১০২তম সপ্তাহে মৃত্যু হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ।

কোভিড-১৯ পরিস্থিতির সাপ্তাহিক পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুর দিকে এ ভাইরাসের সংক্রমণের গতি ছিল একেবারেই ধীর। যত সময় পার হয়েছে, ততই বেড়েছে সংক্রমণের গতি।

৮ মার্চ যে প্রথম তিন জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়, ওই দিন থেকে হিসাব করলে প্রথম সপ্তাহে (৮ মার্চ থেকে ১৪ মার্চ) আর কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি। এরপর দ্বিতীয় সপ্তাহের ঠিক প্রথম দিন, ১৫ মার্চ গিয়ে করোনা পজিটিভ হন আরও দু’জন। ওই সপ্তাহে (১৫ মার্চ থেকে ২১ মার্চ) মোট ২১ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এরপরে ধীরে ধীরে দেশে বাড়তে থাকে সংক্রমণ শনাক্তের সংখ্যা।

দেশে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় ২০২২ সালের ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সাতদিনে। প্রথম সংক্রমণ শনাক্তের পরে এই সাতদিনে অর্থাৎ ৯৯তম সপ্তাহে দেশে তিন লাখ ৮ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে ৯৮ হাজার ৯১৯ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এই সপ্তাহে সংক্রমণ শনাক্তের হার ছিল ৩২ দশমিক ০৯ শতাংশ। এই সপ্তাহে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় ১২০ জন।

দেশে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় ২০২১ সালের ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত সাতদিনে। প্রথম সংক্রমণ শনাক্তের পরে এই সাতদিনে অর্থাৎ ৭৩তম সপ্তাহে দেশে তিন লাখ ২৩ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করে ৯৬ হাজার ১৪০ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এই সপ্তাহে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ। এই সপ্তাহে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় এক হাজার ৬৩৯ জন।

দেশে তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় ২০২১ সালের ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সাতদিনে। প্রথম সংক্রমণ শনাক্তের পরে এই সাতদিনে অর্থাৎ ৭৪তম সপ্তাহে দেশে তিন লাখ ৩৪ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করে ৯৩ হাজার ৯১২ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এই সপ্তাহে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০৭ শতাংশ। এই সপ্তাহে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় এক হাজার ৭২৬ জন।

দেশে চতুর্থ সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় ২০২১ সালের ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত সাতদিনে। প্রথম সংক্রমণ শনাক্তের পরে এই সাতদিনে অর্থাৎ ৭১ তম সপ্তাহে দেশে দুই লাখ ৮৪ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করে ৮৩ হাজার ৯৬ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এই সপ্তাহে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২২ শতাংশ। এই সপ্তাহে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় এক হাজার ৪৮০ জন।

দেশে পঞ্চম সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় ২০২২ সালের ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিনে। প্রথম সংক্রমণ শনাক্তের পরে এই সাতদিনে অর্থাৎ ১০০তম সপ্তাহে দেশে দুই লাখ ৯৭ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করে ৮০ হাজার ৩৮ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। এই সপ্তাহে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৯২ শতাংশ। এই সপ্তাহে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যায় ২৩১ জন।

সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যকরী সদস্য ডা. মোশতাক হোসেন সারাবাংলাকে বলেন, ‘যেভাবে সংক্রমণ শনাক্তের হার কমছে সেটা চলতে থাকলে হয়তোবা এই মাসেই পাঁচ শতাংশের নিচে চলে আসতে পারে। তবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়বেই। আর তাই সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। সংক্রমণের উৎস ও উৎপত্তিস্থল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল তা আশঙ্কাজনক। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ জরুরি ছিল। সংক্রমণ শনাক্তের হার এখন কমে আসছে। মৃত্যুর সংখ্যাও যদি কমে আসে তবে নিম্নমুখী ধারা বলা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘দেশে ভ্যারিয়েন্ট যাই আসুক না কেন, ভাইরাস থেকে নিজেকে নিরাপদে রাখতে হলে সবাইকে মাস্ক পরতে হবে। একইসঙ্গে হাত ধোয়ার অভ্যাস চালু রাখতে হবে। মাস্ক না পরে যদি ভ্যারিয়েন্ট নিয়ে কেউ দুশ্চিন্তা করে, তবে লাভ কী! কেউ যদি ভাইরাসকে নিজের কাছে প্রবেশের সুযোগ না দেয়, তাহলে ভাইরাসের পক্ষে কাউকে আক্রান্ত করা সম্ভব নয়। সে কারণেই স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে। একইসঙ্গে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন একদিকে যেমন সংক্রমণের ঝুঁকি কমাবে, অন্যদিকে সংক্রমিতদের হাসপাতালে যাওয়ার সংখ্যাও কমাবে।’

স্বাস্থ্যবিধি অনুসরণ ও চিকিৎসা নিশ্চিত করতেই হবে

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই মূলত সংক্রমণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা। বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে সংক্রমণ বাড়িয়েছে, একই ধরনের প্রবণতা বাংলাদেশেও দেখা যাচ্ছে। কারণ স্বাস্থ্য অধিদফতরের ঘোষণাই বলছে, দেশে এই ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন এরই মধ্যে ঘটে গেছে। এ বছর করোনাভাইরাসের যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার সিংহভাগেও মিলেছে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি।

ওমিক্রনের প্রভাবে সংক্রমণের ঊর্ধ্বগতি কত দিন থাকবে, সে বিষয়ে অবশ্য এখনই কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে প্রভাব যাই থাকুক, স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দিকে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলছেন, সংকটের এই সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের একেবারেই বাইরে চলে যাবে। যার জন্য ভুগতে হবে দীর্ঘ সময়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নেমে যাচ্ছে না কি আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ চূড়া দেখিনি কিংবা কবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে— এসব বিষয়ে বলার মতো যথেষ্ট তথ্য এখনো কারও কাছেই নেই। সবাই গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করলে এরপর হয়তো সপ্তাহখানেক একই অবস্থা থাকবে।’

ওমিক্রনের প্রভাবে সারাবিশ্বেই করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে উল্লেখ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ড. মুশতাক হোসেন সারাবাংলাকে বলেন, ‘সংক্রমণের সংখ্যায় মনোযোগ না দিয়ে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করাটা জরুরি। যারা আক্রান্ত হচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘চিকিৎসা সুবিধা বাড়াতে হবে। পরীক্ষা করার সুবিধা নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তদের ফলোআপের আওতায় আনতে হবে। সুনির্দিষ্টভাবে আইসোলেশন সেন্টার করতে হবে। এসব না করতে পারলে সংক্রমণ পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, বলা মুশকিল।’

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনাভাইরাস মৃত্যু শনাক্ত সংক্রমণ সপ্তাহ হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর