Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কিছু বলার নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৮

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন এদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরিফ পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ভারতীয় হাই কমিশনার।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশের বন্ধু। আমরা বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’

‘আমরা (ভারত) বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছি। সেই নির্বাচনের ফলাফলের দিকেও আমরা তাকিয়ে আছি। এবং আমরা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার আশায় আছি। সুতরাং বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কিছুই বলার নেই’- বলেন দোরাইস্বামী।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারির আমন্ত্রণে ভারতের হাই কমিশনার সেখানে যান। তিনি সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারির ওরশ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তর করেন। এরপর তিনি সাংসদের সঙ্গে বৈঠক করেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের হাই কমিশনার