দেড়মাস পর চট্টগ্রামে করোনায় আক্রান্ত একশ’র নিচে
১৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:২২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রায় দেড়মাস পর একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একশ’র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৯ জন আক্রান্তের তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ২ দশমিক ৭৯ শতাংশ।
আক্রান্তদের মধ্যে ৬১ জন নগরীর এবং ৮ জন উপজেলার বাসিন্দা। গত ৯ জানুয়ারি থেকে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এক’শ ছাড়ায়।
তবে গত ২৪ ঘণ্টায় কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তিন দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি দু’জনের মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২২ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৭৩। মৃত্যুর সংখ্যা মোট ১ হাজার ৩৬২।
ছবি: শ্যামল নন্দী, স্টাফ ফটো করেসপন্ডেন্ট
সারাবাংলা/আরডি/পিটিএম